
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজা সংকটের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনি সংগঠন হামাসকে প্রতিক্রিয়া জানাতে তিন থেকে চার দিনের সময় দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে একদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে এই পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প। তিনি দাবি করেন, আরব ও মুসলিম দেশগুলোসহ ইসরায়েল এই পরিকল্পনায় ইতিমধ্যেই সম্মতি দিয়েছে। এখন শুধু হামাসের প্রতিক্রিয়াই অপেক্ষমাণ।
হামাস যদি পরিকল্পনায় রাজি না হয়— এমন প্রশ্নে ট্রাম্প বলেন, এতে ‘অত্যন্ত দুঃখজনক ফলাফল’ আসতে পারে। তাঁর ভাষায়, “হামাস হয় চুক্তি মেনে নেবে, নয়তো নেবে না। যদি না নেয়, তবে পরিণতি মারাত্মক হতে পারে।”
এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) ট্রাম্প জানিয়েছিলেন, নেতানিয়াহু সব ২০ দফা প্রস্তাবে সম্মত হওয়ায় গাজায় যুদ্ধ সমাপ্তির সম্ভাবনা এখন আগের চেয়ে আরও কাছাকাছি। তবে এ প্রস্তাব কার্যকর করতে হামাসের সম্মতি অপরিহার্য।