২০১৮’র পর ফের বাজেট সংকটে শাটডাউনের কবলে আমেরিকা

আপলোড সময় : ০১-১০-২০২৫ ১১:৫১:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৫ ১১:৫১:৫৭ পূর্বাহ্ন

বাজেট নিয়ে দ্বন্দ্বের কারণে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনে পড়েছে যুক্তরাষ্ট্র সরকার। বুধবার (১ অক্টোবর) প্রথম প্রহর থেকেই কার্যত অচল হয়ে পড়েছে ট্রাম্প প্রশাসন। এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সরকারি তহবিলের মেয়াদ শেষ হওয়ার আগে অস্থায়ী বাজেট বিল পাস করতে ব্যর্থ হয়েছে মার্কিন সিনেট। ফলে ২০১৮ সালের পর আবারও দেশটিকে শাটডাউনের মুখে পড়তে হলো। বাজেট নিয়ে কংগ্রেসের দুই প্রধান রাজনৈতিক দল রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে চলমান দ্বন্দ্বকে এ অবস্থার জন্য দায়ী করা হচ্ছে।

গতকাল সিনেটে ডেমোক্রেট সমর্থিত সরকারি ব্যয় বৃদ্ধির প্রস্তাবে ৬০ ভোট প্রয়োজন হলেও ৪৭–৫৩ ভোটে তা বাতিল হয়। এর ফলে সরকারি খরচ কমানোর অংশ হিসেবে বহু কর্মচারী চাকরিচ্যুত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে অপ্রয়োজনীয় খাতে কর্মসূচি বন্ধ হয়ে যাবে এবং জরুরি সেবাগুলোও মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম ৩৫ দিনের শাটডাউন হয়েছিল।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]