গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র পাশে এবার তুরস্ক

আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ১১:১৪:০২ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ১১:১৪:০২ অপরাহ্ন

ইতালি ও স্পেনের পর গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র পাশে দাঁড়ালো তুরস্ক। মঙ্গলবার প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, তুরস্কের দুটি সামরিক জাহাজকে বহরের কাছাকাছি অবস্থান করতে দেখা গেছে।

ফ্লোটিলায় থাকা এক মানবাধিকার কর্মী সামাজিক মাধ্যম ‘এক্স’-এ ভিডিও প্রকাশ করেন, যেখানে তুর্কি নৌবাহিনীর উপস্থিতি স্পষ্টভাবে ধরা পড়ে। এর আগে, ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটে দেখা যায়, টানা তিন দিন ধরে বহরের ওপর দিয়ে উড়ছে তিনটি ড্রোন। ধারণা করা হচ্ছে, এগুলো তুরস্কের চোরলু বিমানঘাটি থেকে ছেড়ে এসেছে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি আঙ্কারা।

এর আগে গত জুনে সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গসহ একদল কর্মী ‘মেডলিন’ নামের জাহাজে করে গাজার উদ্দেশে যাত্রা শুরু করলে ইসরায়েলি বাহিনী সেটিকে আটক করে এবং জাহাজে থাকা সবাইকে নিজ দেশে ফেরত পাঠায়। পরে আগস্টে আবারও ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে যাত্রা করেন গ্রেটা ও তাঁর সহকর্মীরা। পথে একাধিকবার হামলার শিকার হওয়ার অভিযোগ তোলেন তারা। এরপরই ফ্লোটিলার নিরাপত্তায় এগিয়ে আসে স্পেন ও ইতালি। এবার তাতে যোগ দিল তুরস্কও।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]