গুজবে ব্যর্থ, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত হবে: আনসার-ভিডিপি মহাপরিচালক

আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ১০:৫৭:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ১০:৫৮:০৮ অপরাহ্ন

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, অপপ্রচারকারীরা নানা গুজব ছড়ালেও দেশে সম্প্রীতি নষ্ট করতে পারেনি। তিনি আশা প্রকাশ করেন, এই সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশের মধ্যেই আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চিনতলা চন্ডিমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক জানান, এবার পরীক্ষামূলকভাবে ডিজিটাল পদ্ধতিতে দেশের প্রায় ৩০ হাজার পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সফল হয়েছে। একই ধরনের প্রস্তুতি ও ব্যবস্থা জাতীয় নির্বাচনেও গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে আনসার-ভিডিপির উপ-মহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেল ও মো. আশরাফুল আলম, ৫১ এম এল আর এস রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উজ জামান, রূপগঞ্জের সহকারী কমিশনার তরিকুল আলম, সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]