রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর চাপ প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের

আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ১০:৪৯:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ১০:৪৯:৪৩ অপরাহ্ন

জাতিসংঘের সদর দফতরে আয়োজিত এক সম্মেলনে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ এবং দ্রুত রাখাইনে প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ প্রয়োগ করা জরুরি।

ড. ইউনূস জানান, রোহিঙ্গা সংকটের সরাসরি ভুক্তভোগী বাংলাদেশ। প্রায় এক দশক ধরে আশ্রয় দেওয়া এই জনগোষ্ঠী দেশের ওপর আর্থিক, সামাজিক ও পরিবেশগত চাপ সৃষ্টি করেছে। তিনি সতর্ক করে বলেন, সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশের ফলে মাদক পাচারসহ নানা ধরনের অপরাধ বেড়ে গেছে, যা বাংলাদেশকে গুরুতর নিরাপত্তা ঝুঁকিতে ফেলছে।

তিনি স্পষ্ট করেন, দারিদ্র্য ও বেকারত্বের বাস্তবতায় বাংলাদেশে রোহিঙ্গাদের কর্মসংস্থানের সুযোগ নেই। তাই সংকট নিরসনে আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়। তিনি সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং বলেন, এ বিষয়ে বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।

অধিবেশনে ড. ইউনূস রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে সাত দফা প্রস্তাব তুলে ধরেন। এগুলোর মধ্যে রয়েছে—রাখাইন রাজ্যে স্থিতিশীলতা নিশ্চিত করে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর চাপ সৃষ্টি করে সহিংসতা বন্ধ করা, সদ্য আগত ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা, আন্তর্জাতিক সহায়তা ও বেসামরিক উপস্থিতি বাড়ানো, রোহিঙ্গাদের রাখাইন সমাজে টেকসই একীভূতকরণে আস্থা গড়ে তোলা, জয়েন্ট রেসপন্স প্লানের পূর্ণ অর্থায়নে দাতাদের সম্পৃক্ত করা এবং দায়বদ্ধতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক অর্থনীতি ও আন্তঃসীমান্ত অপরাধ দমন করা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]