স্ত্রীকে ভারতে বিক্রির অপরাধে ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৮:০১:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৮:০১:০৬ অপরাহ্ন
 

ফরিদপুরে বিয়ে করে স্ত্রীকে ভারতে পাচারের অভিযোগে সবুজ শেখ (২৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সবুজ শেখ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বন্দিগাঁ গ্রামের সিরাজ শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
 

মামলার এজাহার অনুযায়ী, ফরিদপুরের মধুখালী উপজেলার মেসেরদিয়া গ্রামের ইমাম উদ্দিন শেখের মেয়ের সঙ্গে সবুজ শেখের বিয়ে হয়। বিয়ের পর তিনি কৌশলে স্ত্রীকে ভারতে নিয়ে বিক্রি করে দেন। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হলে আদালত শুনানি শেষে এই রায় দেন।
 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, মানবপাচারের এই ঘটনায় আদালতের রায়ে তারা সন্তুষ্ট।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]