দলীয় নিবন্ধন পেল এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ, নির্বাচন করবে প্রতীক নিয়ে

আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৭:৪৪:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৭:৪৪:৫২ অপরাহ্ন

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দল দুটি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের প্রতীক ব্যবহার করে অংশ নিতে পারবে।
 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, এবার নিবন্ধনের জন্য ১৪৩টি দল আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করা হয়। সেখান থেকে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধনের শর্ত পূরণ করায় তাদের চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
 

ইসি সূত্র জানিয়েছে, নিবন্ধনপ্রাপ্ত নতুন দল দুটি আনুষ্ঠানিকভাবে কমিশনের নথিভুক্ত হওয়ার পর রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনী প্রচারণায় দলীয় প্রতীক ব্যবহারের পূর্ণ অধিকার পাবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]