বিশেষ অনুদান পাচ্ছেন ৬৯৯৯ শিক্ষার্থী-শিক্ষক ও ১০১ শিক্ষা প্রতিষ্ঠান

আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৯:০০:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৯:০০:৫৩ পূর্বাহ্ন
সারা দেশে বিশেষ অনুদান খাতের অর্থ বিতরণের লক্ষ্যে ৬ হাজার ৯৯৯ জন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী এবং ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
 
অনুদানের অর্থ বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’-এর মাধ্যমে সরাসরি উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে।
 
চূড়ান্ত তালিকা অনুযায়ী, ২৫০ জন শিক্ষক ও কর্মচারী, ৬ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী এবং ১০১টি স্কুল-কলেজ এই অনুদান পাচ্ছে।
 
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৪ হাজার ৪৭ জন শিক্ষার্থীকে ৮ হাজার টাকা, একাদশ ও দ্বাদশ শ্রেণির ১ হাজার ৪২৮ জন শিক্ষার্থীকে ৯ হাজার টাকা এবং স্নাতক ও স্নাতকোত্তরের ১ হাজার ২৭৪ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।
 
এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ১ লাখ টাকা করে অনুদান পাবে।
 
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নগদের মাধ্যমে এই অর্থ সরাসরি উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]