
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ চারজনকে চাঁদাবাজির মামলায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন—আবু সুফিয়ান, আব্দুর রহমান ওরফে মানিক এবং হাবিবুর রহমান ফরহাদ। একই মামলার আরেক আসামি শাহিন হোসেনকে প্রয়োজনে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
প্রসিকিউশন পুলিশের সহকারী কমিশনার হাসান রাশেদ পরাগ জানান, আসামিদের গত রোববার রাতে সেনাবাহিনী আটক করে। তারা মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি বেসরকারি ক্লিনিক থেকে চাঁদা দাবি করেছিলেন বলে অভিযোগ ওঠে।
ক্লিনিকের মালিক আফরুজা শিল্পী সোমবার সকালে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, সন্তান প্রসবের ঘটনায় এক নবজাতকের মৃত্যু ঘিরে আসামিরা হাসপাতালের কাছে তিন লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে মামলা ও ভাঙচুরের হুমকি দেন তারা। পরে একাধিক ধাপে প্রায় দুই লাখ টাকার দাবি করা হয়।
রোববার রাতে নির্ধারিত স্থানে এক লাখ টাকা নেওয়ার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানায়, এবং তখনই আসামিদের আটক করা হয়।
শুনানিতে আসামিদের আইনজীবীরা জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে চারজনকে দুই দিনের রিমান্ডে পাঠান এবং শাহিনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসেও হাক্কানী পাবলিশার্সের মালিকের বাসায় প্রবেশের চেষ্টা করতে গিয়ে রাব্বিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েক নেতা পুলিশের হাতে আটক হয়েছিলেন। পরে মুচলেকা দিয়ে তারা ছাড়া পান।