মিয়ানমারে পাচারকালে সাড়ে ৩ লাখ টাকার ওষুধ জব্দ, আটক ৩

আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ১২:০৭:০২ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ১২:০৭:০২ অপরাহ্ন
কক্সবাজারের রামু থেকে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ওষুধসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল সোমবার দুপুরে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া এলাকা থেকে আনুমানিক সাড়ে তিন লাখ টাকা মূল্যের ২৯ কার্টন ওষুধ জব্দ করা হয়। আটককৃতরা হলেন, রামুর কচ্ছপিয়া এলাকার নুরুল আলমের ছেলে মো. সালামত উল্লাহ (৩৫), ঢাকা জেলার ধামরাইয়ের ইয়াসিনের ছেলে তারিকুল ইসলাম (৪৮) এবং নোয়াখালী জেলার কবিরহাটের মৃত অহিদুল্লাহর ছেলে মো. রিয়াজুল্লাহ (৩৬)।
 
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহজান মনির জানান, একটি পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে গর্জনিয়া বাজার থেকে স্কয়ার কোম্পানির গাড়িতে করে অবৈধ পথে মিয়ানমারে ওষুধ পাচার করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের ৩ সদস্য সালামত উল্লাহ, তারিকুল ইসলাম ও রিয়াজুল্লাহকে আটক করা হয়। অভিযানকালে শহিদুল্লাহ নামে আরও একজন পালিয়ে যায়। অভিযানে ২৯ কার্টন ওষুধের পাশাপাশি স্কয়ার কোম্পানির একটি ভ্যানগাড়ি ও একটি সিএনজি টেঙি জব্দ করা হয়।
 
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, সংঘবব্ধ চক্র কৌশলে মিয়ানমারে ওষুধসহ বিভিন্ন নিত্যপণ্য পাচার করে যাচ্ছে। এই চক্রের সদস্যদের ধরতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। অভিযানে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]