ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনায় নেতানিয়াহুর সম্মতি

আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৭:৩৩:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৭:৩৩:২৯ পূর্বাহ্ন

ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনাতে সম্মতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর—আল জাজিরা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু বলেন,

“গাজা যুদ্ধ বন্ধে আপনার (ট্রাম্প) পরিকল্পনাকে আমি সমর্থন করি।”

তিনি আরও সতর্ক করে বলেন, “যদি হামাস এ প্রস্তাব প্রত্যাখ্যান করে অথবা গ্রহণ করার পর পিছিয়ে যায়, তাহলে ইসরায়েল একাই এই কাজ শেষ করবে। সহজ কিংবা কঠিন—যেকোনো পথেই আমরা এটি করব। তবে প্রথমে সহজ পথকে অগ্রাধিকার দেব।”

প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণের মধ্যেই হোয়াইট হাউসে পরিকল্পনাটি নিয়ে ভাষণ দেন তিনি। এসময় ইসরায়েলি প্রধানমন্ত্রীও পাশে উপস্থিত ছিলেন। ট্রাম্প বলেন,

“ইসরায়েলসহ কয়েকটি দেশ ইতিমধ্যে আমাদের উপস্থাপিত কাঠামো মেনে নিয়েছে। তবে এখনো হামাস সম্মতি জানায়নি।”

ট্রাম্প আরও ঘোষণা দেন, “যদি হামাস এ পরিকল্পনা প্রত্যাখ্যান করে, তবে ইসরায়েলের যেকোনো পদক্ষেপে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকবে।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]