নিউইয়র্কে তাহেরের বক্তব্য বিকৃতির অভিযোগে ইনকিলাবকে জামায়াতের নিন্দা

আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ১০:৩৯:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ১০:৩৯:৩৯ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের বক্তব্য বিকৃত করে সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক ইনকিলাবের প্রতি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। সোমবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান।
 

বিবৃতিতে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক সংবর্ধনা সভায় ডা. তাহেরের বক্তব্যের অপব্যাখ্যা করে ইনকিলাব ‘বাংলাদেশে ভারতের আক্রমণ চায় জামায়াত’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে। জামায়াতের দাবি, প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, মনগড়া এবং দল ও ডা. তাহেরের ভাবমর্যাদা ক্ষুণ্নের উদ্দেশ্যে করা হয়েছে।
 

মাহবুব জুবায়ের অভিযোগ করেন, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার বিষয়টি সবাই জানেন, পাশাপাশি ভারতের বিরুদ্ধে জামায়াতের কোনো গোপন উদ্দেশ্য নেই। তিনি বলেন, এ ধরনের বক্তব্য বিকৃত করে ভিন্ন অর্থ আরোপ করার সুযোগ নেই।
 

জামায়াত আরও দাবি করে, ইনকিলাবের প্রতিবেদনে ডা. তাহেরের নামে যে ‘জামায়াত ক্ষমতায় গেলে শরিয়া আইন আনবে না’ মন্তব্যটি প্রকাশ করা হয়েছে তা অসত্য এবং কখনোই তিনি এ ধরনের বক্তব্য দেননি। এছাড়া ভারতীয় গবেষক শ্রীরাধা দত্তের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে দলটিকে ‘প্রো–ভারত’ আখ্যা দেয়ার অভিযোগও মিথ্যা ও মনগড়া বলে উল্লেখ করেন তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের একটি জাতীয় দৈনিক হিসেবে এ ধরনের কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশ দুঃখজনক। তিনি ইনকিলাব কর্তৃপক্ষকে এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]