স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর: যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ইরান

আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ১০:২৩:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ১০:২৩:৪৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেছেন, দেশটি যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। রবিবার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখার নীতিতে ইরান অটল রয়েছে এবং জনগণের শক্তিকে ভিত্তি করে এগিয়ে যাবে।

পেজেশকিয়ান উল্লেখ করেন, মার্কিন নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে অতীতে ইরানের রফতানি ব্যাহত করার চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, অনেক দেশ প্রাকৃতিক সম্পদ ছাড়াই উন্নতি করেছে, ইরানও বিশেষজ্ঞ ও জনগণের ঐক্যের মাধ্যমে তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে উন্নয়নের পথ তৈরি করবে।

পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করেনি, ভবিষ্যতেও করবে না। তবে দেশকে নতুন সমস্যায় ফেলতে পারে এমন আলোচনায় অংশ নেবে না ইরান। তবুও ন্যায়সংগত ও স্বচ্ছ আলোচনার জন্য তেহরান সবসময় প্রস্তুত।

রাশিয়া ও চীনের প্রস্তাব জাতিসংঘে ব্যর্থ হওয়ার পর দশ বছর পর রবিবার থেকে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা কার্যকর হয়। এতে দেশটির অস্ত্রচুক্তি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ হয়ে গেছে, আরোপ করা হয়েছে বিভিন্ন জরিমানাও। স্থানীয় গণমাধ্যম বলছে, ইরান এখন পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বের হয়ে যাওয়ার কথা বিবেচনা করছে।

এদিকে, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ইরানকে প্রতিশোধমূলক পদক্ষেপ না নিতে সতর্ক করেছে। তারা বলছে, নিষেধাজ্ঞা পুনর্বহাল মানে কূটনীতির পথ বন্ধ হয়ে যাওয়া নয়। তবে তেহরান জানাচ্ছে, অন্যায় দাবি মেনে নেওয়ার পরিবর্তে নিষেধাজ্ঞাই মেনে নিতে দেশ প্রস্তুত।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]