
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকাসহ উত্তরাঞ্চলের রেল যোগাযোগ অন্তত তিন ঘণ্টা বন্ধ থাকে। ভোরের এই দুর্ঘটনায় সহস্রাধিক যাত্রী চরম দুর্ভোগে পড়েন, তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে দুটি বগি লাইনচ্যুত হয়। হঠাৎ দুর্ঘটনায় আতঙ্কিত যাত্রীরা তড়িঘড়ি ট্রেন থেকে নেমে পড়েন। পরে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে।
স্থানীয় সূত্র জানায়, রবিবার রাত সাড়ে ১১টায় ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসে। দুর্ঘটনার পর তিন ঘণ্টা পার হলেও রেলওয়ে উদ্ধার কার্যক্রম শুরু করতে পারেনি, ফলে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় পূজার ছুটিতে বাড়ি ফেরা যাত্রীদের ভিড় ছিল ট্রেনে। তারা ভোগান্তিতে পড়লেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ভোরে পঞ্চগড় এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে তিন ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ থাকে। পুলিশ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেছে।”