নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন আজ

আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৮:৪৬:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৮:৪৬:৩৪ পূর্বাহ্ন
দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন আজ (২৮ জুন)। ১৯৪০ সালের এই দিনে তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
 
তার পিতা দুলা মিঞা সওদাগর এবং মাতা সুফিয়া খাতুন। সহধর্মিণী অধ্যাপক দিনা আফরোজ এবং তাদের দুই কন্যা সন্তান রয়েছে।
 
২০০৬ সালে ড. ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এরপর তিনি হয়ে ওঠেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আন্তর্জাতিক পরিচিতি।
 
তিনি চট্টগ্রামের কলিজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন এবং চট্টগ্রাম কলেজ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন। ১৯৬৫ সালে ফুলব্রাইট স্কলারশিপে যুক্তরাষ্ট্রে যান এবং ১৯৭১ সালে ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
 
মুক্তিযুদ্ধকালীন সময়ে আমেরিকায় বাংলাদেশের সমর্থনে নাগরিক কমিটি ও তথ্যকেন্দ্র গড়ে তোলেন।
 
১৯৭৬ সালে শুরু করেন গ্রামীণ ব্যাংক প্রকল্প, যা ১৯৮৩ সালে পূর্ণাঙ্গ ব্যাংকে রূপ নেয়। বর্তমানে বিশ্বের ৪০টিরও বেশি দেশে এ মডেল অনুসরণ করা হচ্ছে।
 
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন, যার মধ্যে রয়েছে নোবেল শান্তি পুরস্কার, প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম, কংগ্রেশনাল গোল্ড মেডেলসহ আরও বহু স্বীকৃতি।
 
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যেখানে তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
 
আজ তার জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানানো হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]