টিভি বিতর্কে বিজেপি মুখপাত্রের মন্তব্যে রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৮:৫৭:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৮:৫৭:০৭ পূর্বাহ্ন

ভারতের জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে নিয়ে করা এক হুমকির মন্তব্য। কেরালা বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব টেলিভিশনের সরাসরি বিতর্কে বলেন, রাহুল গান্ধীকে গুলি করা হবে। এই বক্তব্যকে কংগ্রেস প্রকাশ্যে হত্যার হুমকি হিসেবে বর্ণনা করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
 

রোববার কংগ্রেস সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে রাহুল গান্ধীর নিরাপত্তা জোরদারের দাবি জানান। তিনি উল্লেখ করেন, এটি কেবল রাজনৈতিক কটূক্তি নয়, বরং পরিকল্পিত এক হুমকি। তার মতে, মতবিরোধ থাকলেও তা সাংবিধানিক সীমার ভেতরে হওয়া উচিত, সরাসরি টিভি বিতর্কে প্রাণনাশের হুমকি গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি।
 

চিঠিতে কংগ্রেস স্মরণ করিয়ে দেয়, রাহুল গান্ধী শুধু জনপ্রিয় রাজনৈতিক নেতা নন, বরং অতীতেও বারবার হুমকির মুখে পড়েছেন। তাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে আসা এসব হুমকির সঙ্গে বিজেপি-ঘনিষ্ঠ মহলের সম্পৃক্ততা রয়েছে। আরও উল্লেখ করা হয়, গান্ধী পরিবারের সদস্য ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছিলেন।
 

ভেনুগোপাল স্পষ্ট করে লিখেছেন, পিন্টু মহাদেবের মন্তব্য কোনো আবেগতাড়িত প্রতিক্রিয়া নয়, বরং বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতার পরিবেশ তৈরির প্রচেষ্টা। কংগ্রেসের মতে, এ ধরনের বক্তব্য শুধু একজন ব্যক্তিকে নয়, গণতান্ত্রিক কাঠামোকেও অস্থিতিশীল করার ইঙ্গিত দেয়।
 

চিঠিতে কংগ্রেস অমিত শাহকে উদ্দেশ করে সতর্ক করে বলেছে, তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা না নিলে এটি হত্যার হুমকিকে বৈধতা দেওয়ার সমান হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালনে ব্যর্থতার দৃষ্টান্ত হয়ে থাকবে। দলের ভাষ্য অনুযায়ী, সরকারের নীরবতা এ ক্ষেত্রে কার্যত সম্মতির শামিল হবে। কোটি ভারতীয় যেভাবে রাহুল গান্ধীকে সহিষ্ণুতা ও গণতন্ত্রের প্রতীকহিসেবে দেখেন, সেই প্রেক্ষাপটে তার বিরুদ্ধে হুমকি আসলে ভারতের গণতন্ত্রকেই সরাসরি আঘাত করছে।
 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]