
নগরীর চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদুল আজম শাকিল ও পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে পাঁচলাইশ ও চকবাজার থানা পুলিশ এ দুজনকে গ্রেপ্তার করে। অ্যাডভোকেট শাকিলকে তার চকবাজারের পুরানা উর্দু লেনের বাসা থেকে এবং হাসান উল্লাহকে পাঁচলাইশের সুগন্ধা আবাসিকের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সম্প্রতি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার বিরোধী অসংখ্য মিছিল বের করে। এসব মিছিল থেকে এবং পরবর্তীতে অনেককে গ্রেপ্তার করা হয়। মিছিল কার্যক্রম যাতে আর অনুষ্ঠিত হতে না পারে সেজন্য সন্দেহজনক থেকে শুরু করে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের ধরতে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, তার বিরুদ্ধে ছাত্র–জনতার ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এদিকে কোনো মামলা না থাকা অ্যাডভোকেট শাকিলকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।