চবির ২ কর্মকর্তা বরখাস্ত একজনের ডিমোশন

আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ১২:৪৭:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ১২:৪৭:১৩ পূর্বাহ্ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিগত সময়ে আর্থিক কেলেঙ্কারি, অনিয়ম–দুর্নীতি ও অঢেল সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ৫৬৪ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। এর মধ্যে আর্থিক কেলেঙ্কারি ও ঘুষসহ বিভিন্ন অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. শিরীন আখতারের পিএস ও ইংরেজি বিভাগের সহকারী রেজিস্ট্রার সাহাবুদ্দিন এবং জীববিজ্ঞান অনুষদের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মশিবুর রহমানকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া প্রযোজ্য যোগ্যতা না থাকা সত্ত্বেও অনৈতিকভাবে ক্ষমতা ব্যবহার করে পদোন্নতি নেয়ায় আবদুল্লাহ আল আসাদকে সেকশন অফিসার পদে ডিমোশন দেওয়া হয়েছে। তিনি আগে কাউন্সিল মেম্বার ছিলেন। চবির রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, সিন্ডিকেটে প্রাথমিক তদন্তে অনিয়ম দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ও যোগ্যতা না থাকার পরেও পদোন্নতি নেয়ায় একজনকে ডিমোশন করে সেকশন অফিসার পদে দেয়া হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]