জামায়াত আমিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক

আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৯:২৭:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৯:২৭:৪৫ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ভাটারায় জামায়াত আমিরের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 

বৈঠক শেষে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, ইইউ প্রতিনিধিদল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল ও বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় করছে। তারা নির্বাচনকালীন ৬৪ জেলায় পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনার কথা জানায়। নির্বাচন শেষে পর্যবেক্ষণ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদনও প্রকাশ করা হবে বলে অবহিত করেন।
 

ডা. শফিকুর রহমান বলেন, শুধু পর্যবেক্ষণ নয়, একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ইইউ’র টেকনিক্যাল সহযোগিতা প্রয়োজন। বৈঠকে প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গেও আলোচনা হয়। জামায়াত আমির জানান, তারাই প্রথম এক কোটিরও বেশি প্রবাসীর ভোটাধিকার দাবি তুলেছে এবং এ বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে।
 

ইইউ প্রতিনিধিদল জামায়াত ক্ষমতায় গেলে তাদের মূল অ্যাজেন্ডা কী হবে তা জানতে চাইলে জামায়াত আমির তিনটি বিষয় তুলে ধরেন:
১. নৈতিক, উৎপাদনমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা।
২. দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা।
৩. সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা।

 

তিনি অভিযোগ করেন, গত দেড় যুগে গণতন্ত্র দমন, বিরোধীদের ওপর দমন-পীড়ন এবং জামায়াতের সাংবিধানিক অধিকার প্রয়োগে বাধা দেওয়া হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণে প্রস্তুত জামায়াত, তবে শর্ত হচ্ছে জুলাই ঘোষণাপত্রকে আইনি স্বীকৃতি দিয়ে ফ্রি, ফেয়ার ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে।
 

ইইউ প্রতিনিধিদলের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি ও বাংলাদেশে ইইউ ডেলিগেশনের ডেপুটি হেড বাইবা জারি না। জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার আমির ডা. এসএম খালিদুজ্জামান ও অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]