নারায়ণগঞ্জে মাদকাসক্ত বাবার তালাবদ্ধ ঘর থেকে চার বছরের শিশু উদ্ধার

আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৯:০৯:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৯:০৯:৪২ অপরাহ্ন
 

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদকাসক্ত বাবার তালাবদ্ধ ঘর থেকে চার বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিন খাবার বঞ্চনা ও শারীরিক-মানসিক নির্যাতনের শিকার হওয়ায় শিশুটি মারাত্মক রুগ্ন হয়ে পড়েছে। শনিবার রাতে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ফতুল্লার কাশিপুর শান্তিনগর এলাকার সোহেলের বাসা থেকে শিশুপুত্র হোসাইনকে উদ্ধার করা হয়।
 

এলাকাবাসী জানায়, সোহেল মাদকাসক্ত হওয়ায় স্ত্রী তাকে তালাক দিয়ে সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। তবে কয়েক মাস আগে সোহেল প্রভাব খাটিয়ে ছেলেকে নিজের কাছে নিয়ে আসেন। এরপর থেকে শিশুকে প্রায়ই তালাবদ্ধ ঘরে রেখে বাইরে চলে যেতেন তিনি। ক্ষুধার্ত শিশুটি খাবার না পেয়ে কান্নাকাটি করলেও সোহেল কদাচিৎ জুস বা চিপস দিতেন, বেশিরভাগ সময় মারধর করতেন। প্রতিবাদ করলে স্থানীয়দেরও আক্রমণ করতেন বলে অভিযোগ রয়েছে।
 

স্থানীয়রা শিশুর দুর্দশা দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে। তবে সোহেল পালিয়ে যান এবং শিশুর মাকেও খুঁজে পাওয়া যায়নি। ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, শিশুর শরীরে নির্যাতনের একাধিক চিহ্ন রয়েছে, যা অত্যন্ত হৃদয়বিদারক।
 

রোববার আদালতের নির্দেশে শিশুটিকে জেলা সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। শিশু সুরক্ষা সমাজকর্মী মোসাম্মৎ তাছলিমা আক্তার জানান, হোসাইনকে সরকারি ছোট মনি নিবাসে রাখা হবে এবং চিকিৎসার মাধ্যমে তার স্বাস্থ্য ও মানসিক সেবা নিশ্চিত করা হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]