গুইমারায় দুষ্কৃতকারীদের হামলায় ৩ নিহত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৫৯:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৫৯:১৫ অপরাহ্ন

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সেনাবাহিনীর এক মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ ৩ জন পুলিশ সদস্য এবং আরও কয়েকজন। ঘটনাটিকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গভীর দুঃখ প্রকাশ করেছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
 

রোববার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানানো হয়।
 

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের জানিয়েছেন, নিহত তিনজনের লাশ খাগড়াছড়ি হাসপাতালের মর্গে রাখা হয়েছে, তবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
 

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করছে। এরই মধ্যে জেলা সদর ও পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে ১৪৪ ধারার মধ্যেই গুইমারায় সংঘর্ষের ঘটনা ঘটে। রবিবার দুপুরে রামসু বাজারে আগুন দেওয়া হলে একাধিক দোকান ও পার্শ্ববর্তী বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।
 

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাশে রামসু বাজারে আগুন দেওয়ার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে জুম্ম ছাত্র জনতা ওই এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছিল। ফলে পুরো এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]