দুর্গাপূজা ও লক্ষ্মীপূজায় আখাউড়া স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৩৭:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৩৭:১৫ অপরাহ্ন

শারদীয় দুর্গোৎসব ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি কার্যক্রম মোট ছয় দিন বন্ধ থাকবে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপার ও কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে।
 

আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা গেছে, আগামী ২৯ সেপ্টেম্বর (সোমবার) থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত চার দিন দুর্গাপূজায় সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এরপর ৩ অক্টোবর (শুক্রবার) সাপ্তাহিক ছুটির কারণে কার্যক্রম বন্ধ থাকবে। যদিও ৪ ও ৫ অক্টোবর দুই দিন বাণিজ্য চলবে, কিন্তু ৬ ও ৭ অক্টোবর লক্ষ্মীপূজার কারণে আবারও কার্যক্রম বন্ধ থাকবে।
 

আগরতলা ইন্দো-বাংলা এক্সপোর্ট-ইমপোর্ট কমিউনিকেশন সেন্টার এ বিষয়ে একটি চিঠি দিয়ে আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীদের অবহিত করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলশুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান।
 

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া এবং সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী রাজীব উদ্দিন ভূঁইয়া জানান, পূজার ছুটি শেষে আগামী ৮ অক্টোবর (বুধবার) সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে বন্দর দিয়ে পুনরায় বাণিজ্য কার্যক্রম শুরু হবে।
 

এদিকে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ আব্দুস সাত্তার জানান, পূজার ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]