২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা, সরকারি ব্যবস্থায় বিমান ভাড়া কমলো প্রায় ১৩ হাজার টাকা

আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৮:১৩:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৮:১৩:৫৫ অপরাহ্ন

২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় নতুন তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এবারের প্যাকেজে বিমান ভাড়া কমিয়ে ধরা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা, যা গত বছরের তুলনায় প্রায় ১২ হাজার ৯৯০ টাকা কম।
 

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, সরকারি ব্যবস্থাপনার প্রস্তাবিত তিনটি প্যাকেজের মধ্যে প্যাকেজ-১ এ খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, প্যাকেজ-২ এ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ-৩ এ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।
 

বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। অনুমোদিত এজেন্সিগুলো চাইলে এই প্যাকেজের বাইরে আরও দুটি অতিরিক্ত প্যাকেজ ঘোষণা করতে পারবে।
 

ধর্ম উপদেষ্টা জানান, হজযাত্রীদের আর্থিক চাপ কমানোর জন্য বিমান ভাড়া হ্রাস করা হয়েছে। গত বছর বিমান ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকায় নামানো হয়েছে। তিনি আরও বলেন, ৭০ বা ৮০ বছরের বেশি বয়সী হজপ্রত্যাশীরা যেতে চাইলে তাদের সঙ্গে ৫০ বছরের নিচে একজন সঙ্গী নিতে হবে। এছাড়া সংক্রামক রোগে আক্রান্ত কেউ হজে অংশ নিতে পারবেন না।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]