গাজীপুরে সিএনজি চালকদের মহাসড়ক অবরোধে দেড় ঘণ্টার যানজট

আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৩:৪৯:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৩:৪৯:৩৫ অপরাহ্ন

গাজীপুরের নাওজের এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। পুলিশের চাঁদাবাজি, মামলায় হয়রানি এবং মহাসড়কে বাধাহীন চলাচলের দাবিতে রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এই কর্মসূচি শুরু হয়। অবরোধ চলাকালে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ফলে যাত্রী ও পরিবহন চালকেরা চরম ভোগান্তিতে পড়েন। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
 

চালকদের অভিযোগ, মহাসড়কে চলাচলের সময় প্রায়ই পুলিশ অন্যায়ভাবে গাড়ি আটকিয়ে মামলা দেয়। প্রতিটি মামলায় আড়াই হাজার টাকা জরিমানার চাপ তৈরি হয়। জরিমানা পরিশোধে অক্ষম হয়ে অনেক চালক বাধ্য হয়ে পুলিশের কাছে চাঁদা দেন। তাদের দাবি, গাজীপুরের রেজিস্ট্রেশন করা গাড়িও নিজ এলাকায় চলতে গিয়ে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে।
 

অবরোধ চলাকালে উভয় দিকে ব্যাপক যানজট দেখা দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে আলোচনা করে। শ্রমিক নেতাদের মধ্যস্থতায় প্রশাসন আগামীকাল (২৯ সেপ্টেম্বর) পরিবহন শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে বৈঠক করার আশ্বাস দেয়। এর পরপরই আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন।
 

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]