বিজয় থালাপতির বাড়িতে নিরাপত্তা জোরদার

আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৩:৪৭:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৩:৫৩:৪৭ অপরাহ্ন

ভারতের দক্ষিণী অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্প্রতি তামিলনাড়ুর একটি জনসভায় পদদলিত হয়ে কমপক্ষে ৩৯ জন নিহত হওয়ার পর স্থানীয়ভাবে হামলার আশঙ্কা তৈরি হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
 

নিরাপত্তা বাহিনীর এক সূত্র জানায়, জনমনে ক্ষোভ দমাতে এবং সম্ভাব্য হামলা ঠেকাতে বিজয়ের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

৫১ বছর বয়সী থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল টিভেকে আগামী বছর প্রথমবারের মতো তামিলনাড়ু রাজ্যের আইনসভার নির্বাচনে অংশ নিচ্ছে। এর অংশ হিসেবে তিনি বিভিন্ন এলাকায় জনসভায় যোগ দিচ্ছেন। শনিবার কউরেতে আয়োজিত এক সভায় তার উপস্থিতি ঘিরে এ দুর্ঘটনা ঘটে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, জনসভা শুরু হওয়ার নির্ধারিত সময়ের প্রায় ছয় ঘণ্টা পর বিজয় সেখানে পৌঁছান। দীর্ঘসময় না খেয়ে থাকা বহু সমর্থক গরম ও পানিশূন্যতায় অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় হঠাৎ করে ভিড়ের চাপ বাড়লে পদদলনের ঘটনা ঘটে।
 

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ জানায়, বিজয়ের গাড়ির কাছে না যেতে দর্শকদের সতর্ক করা হলেও অনেকেই তাকে ছুঁয়ে দেখার জন্য সামনে ধাবিত হন। এতে সামনে থাকা মানুষ চাপা পড়ে যায় এবং প্রাণঘাতী পরিস্থিতির সৃষ্টি হয়।
 

এই মর্মান্তিক ঘটনায় তামিলনাড়ু রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং বিজয় থালাপতির জনসভা ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা উঠেছে।
 

 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]