সাবেক সচিব সোলায়মান চৌধুরী জামায়াতে ইসলামীতে ফিরলেন আনুষ্ঠানিকভাবে

আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৩:৪৫:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৩:৪৫:৪৩ অপরাহ্ন

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে পদত্যাগের পর সাবেক সচিব ও দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) তিনি সহযোগী সদস্যপদের ফর্ম পূরণ করে দলে ফেরেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম।
 

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডে জামায়াতের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সোলায়মান চৌধুরী এবার আনুষ্ঠানিকভাবে দলে ফিরে এলেন।
 

এর আগে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে এবি পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। সেখানে তিনি লেখেন, “সদ্য এবি পার্টি ত্যাগ করেছি। আবার আল্লাহর নাম নিয়ে জামায়াতে এলাম। আল্লাহ আমাকে সাহায্য করুন।”
 

পোস্টে তিনি অভিযোগ করেন, এবি পার্টিতে তাকে কেবল নামমাত্র উপদেষ্টা হিসেবে রাখা হয়েছিল। তার ভাষায়, “দল যে অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছিল, বর্তমানে তার কোনো প্রতিফলন নেই। তারা ভিন্ন খাতে ব্যস্ত হয়ে পড়েছে। এমন দলে থাকা অর্থহীন মনে করে আমি পদত্যাগ করেছি।”
 

লিখিতভাবে এবি পার্টির চেয়ারম্যানকে পদত্যাগপত্র জমা দেওয়ার পাশাপাশি তিনি জানান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তার প্রাথমিক আলোচনা হয়েছে এবং তিনি ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন।
 

এই প্রত্যাবর্তনের মাধ্যমে সাবেক এই সচিব আবারও জামায়াতে ইসলামীতে সক্রিয় রাজনৈতিক ভূমিকা পালন শুরু করলেন।
 

 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]