নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ৭৩ সংস্থাকে নিবন্ধন দিতে প্রস্তুত ইসি

আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০২:৩৯:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০২:৩৯:৫৫ পূর্বাহ্ন

আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ৭৩টি দেশীয় সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ তালিকা নিয়ে যদি কারও আপত্তি বা অভিযোগ থাকে, তা আগামী ২০ অক্টোবরের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানাতে আহ্বান জানিয়েছে সংস্থাটি।
 

শনিবার (২৭ সেপ্টেম্বর) কমিশনের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে যোগ্য বিবেচিত ৭৩ প্রতিষ্ঠানের বিষয়ে যদি কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকে, তবে লিখিতভাবে ইসির সিনিয়র সচিব বরাবর দাখিল করতে হবে। এ ক্ষেত্রে অভিযোগকারীর পূর্ণ নাম, ঠিকানা, ফোন নম্বর ও প্রমাণাদি সংযুক্ত করতে হবে এবং ছয় সেট কপি জমা দিতে হবে।
 

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আপত্তির শুনানি শেষে গ্রহণযোগ্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, আর যদি তা অগ্রহণযোগ্য হয় তবে বাতিল বলে গণ্য হবে। এই বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
 

প্রসঙ্গত, এ বছর পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেতে মোট ৩১৮টি প্রতিষ্ঠান ইসির কাছে আবেদন করেছিল। সেখান থেকে যাচাইয়ের পর ৭৩টি সংস্থার নাম প্রাথমিকভাবে অনুমোদন দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি ইসির ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]