খাগড়াছড়িতে ছাত্রী ধর্ষণ মামলায় গ্রেফতার ১, চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ১২:৪৮:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ১২:৪৮:২৯ অপরাহ্ন

খাগড়াছড়ি জেলায় জুম্ম ছাত্র জনতার ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে এক স্কুলছাত্রীকে অপহরণ করে দলবদ্ধভাবে ধর্ষণের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
 

পৌর শহরে সীমিত আকারে ছোটখাট যানবাহন চলাচল করলেও দূরপাল্লার গাড়ি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। অবরোধকারীরা বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এতে যাত্রী ও সাধারণ মানুষকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
 

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন জানান, সেনাবাহিনীর সহায়তায় শয়নশীল নামে এক যুবককে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
 

এ ঘটনায় বিএনপি এক বিবৃতিতে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভুঁইয়া বলেন, এ ধরনের নৃশংস ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]