ফিলিস্তিন সমর্থনে বিক্ষোভ: যুক্তরাষ্ট্রে কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিল

আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ১২:১০:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ১২:১০:৫০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করেছে। দেশটির পররাষ্ট্র দপ্তরের মতে, নিউইয়র্কের রাস্তায় চলমান ফিলিস্তিনপন্থি বিক্ষোভে পেত্রো সরাসরি অংশগ্রহণ করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশ উপেক্ষা করেন। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে, কারণ এটি কূটনৈতিক সম্পর্ক ও মতপ্রকাশের স্বাধীনতা—দুটো আলোচিত বিষয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
 

বিস্তারিতভাবে জানা যায়, জাতিসংঘের সদর দপ্তরের বাইরে হাজার হাজার আন্দোলনকারীদের সঙ্গে অবস্থান নেন কলম্বিয়ার এই প্রেসিডেন্ট, যেখানে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে নানা স্লোগান উচ্চারিত হয়। পূর্বে জাতিসংঘ অধিবেশনে দেওয়া ভাষণে পেত্রো সরাসরি ইসরাইলের নীতির সমালোচনা করেন এবং ইসরাইলিদের ‘নাৎসি’ with Palestinians 'গণহত্যা'র অভিযোগ তোলেন। এছাড়া ফিলিস্তিন মুক্ত করতে এশীয় দেশগুলোর নেতৃত্বে আন্তর্জাতিক সামরিক জোট গড়ার প্রস্তাবও দেন তিনি এবং ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধ করতে বিশ্বের প্রতি আহ্বান জানান।

পরিপ্রেক্ষিত বিশ্লেষণে দেখা যাচ্ছে, পেত্রোর এসব কার্যকলাপ ল্যাটিন আমেরিকা ও মধ্যপ্রাচ্য ইস্যুতে যুক্তরাষ্ট্র-কলম্বিয়া সম্পর্ককে আরও জটিল করে তুলছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]