
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
তিনি বলেন, সম্ভাব্য নির্বাচনের তারিখ ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়েছে এবং এ বিষয়ে সবাই একমত। সেই অনুযায়ী জামায়াতও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগে সমাধান হওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
এর আগে তাহের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নেন। তিনি প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণের প্রশংসা করে বলেন, বক্তব্যটি ছিল অসাধারণ এবং বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—প্রথমবারের মতো দেশের প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিরা রাষ্ট্রপ্রধানের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন।
জামায়াত নেতা জানান, জুলাই সনদ নিয়ে ঐকমত্য হলেও তা বাস্তবায়ন না হলে ঐক্যের কোনো কার্যকারিতা থাকবে না। তিনি আরও বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি জামায়াত দুই কক্ষেই চায়।
তাহের আশা প্রকাশ করেন, অন্তবর্তীকালীন সরকার জনগণের সরকার হিসেবে জামায়াতের দাবিগুলো বিবেচনা করবে এবং দল ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেবে। এ সময় জামায়াত নেতা মোহাম্মদ নকীবুর রহমানও উপস্থিত ছিলেন।