পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্ব নেতাদের প্রতি ড. ইউনূসের আহ্বান

আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০২:৪৯:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০২:৪৯:৫১ পূর্বাহ্ন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলায় দেওয়া এক ঐতিহাসিক ভাষণে দেশের বাইরে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার রাত ৯টা ২৩ মিনিটে দেওয়া সেই বক্তব্যে তিনি বলেন, দুর্নীতি ও অবৈধ লেনদেনের মাধ্যমে গত ১৫ বছরে দেশের বিপুল সম্পদ বিদেশে পাচার হয়েছে, যা জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।
 

ড. ইউনূস জানান, অবৈধভাবে বিদেশে পাঠানো টাকার পুনরুদ্ধার বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হলেও সংশ্লিষ্ট দেশগুলোর জটিল আইনি প্রক্রিয়া এবং প্রশাসনিক প্রতিবন্ধকতার কারণে এ উদ্যোগ প্রায়ই ব্যাহত হচ্ছে। তিনি বলেন, অবৈধ সম্পদ ফিরিয়ে আনা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া সফল হওয়া সম্ভব নয়।
 

তিনি আরও অভিযোগ করেন, বিদ্যমান বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো উন্নয়নশীল দেশ থেকে টাকার পাচার রোধে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। বরং অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের বিধিনিষেধ ট্যাক্স হেভেনগুলোর মাধ্যমে অবৈধ অর্থ স্থানান্তরকে সহজতর করছে।
 

প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, পাচারকৃত অর্থ যেসব দেশ ও প্রতিষ্ঠানে রাখা হয়েছে, তারা যেন এ অপরাধের অংশীদার না হয়। তিনি আহ্বান জানান, এসব সম্পদ যেন কৃষক, শ্রমিক ও সাধারণ করদাতাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে তিনি বৈশ্বিক পর্যায়ে কঠোর আইন প্রণয়ন ও তার কার্যকর প্রয়োগের মাধ্যমে উন্নয়নশীল দেশ থেকে অর্থ পাচার প্রতিরোধের দাবি জানান।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]