
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গাজায় চলমান সহিংসতা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে তিনি এ বক্তব্য দেন।
অধ্যাপক ইউনূস বলেন, গাজায় শিশুরা না খেতে পেরে মারা যাচ্ছে, বেসামরিক জনগণ নির্বিচারে হামলার শিকার হচ্ছে, হাসপাতাল ও স্কুলসহ পুরো জনপদ ধ্বংস হয়ে যাচ্ছে। তার মতে, চরম জাতীয়তাবাদ ও ভূরাজনৈতিক স্বার্থে পরিচালিত এই পরিস্থিতি বহু দশকের অর্জনকে ধ্বংস করছে।
তিনি উল্লেখ করেন, জাতিসংঘের স্বাধীন তদন্ত দলও স্বীকার করেছে যে গাজার ঘটনাবলী গণহত্যার শামিল। কিন্তু মানবজাতির পক্ষ থেকে এটি বন্ধে সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া হয়নি। তিনি সতর্ক করে বলেন, এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম মানবতার ব্যর্থতা ক্ষমা করবে না।
বাংলাদেশের জনগণসহ বিশ্বের বিবেকবান মানুষের পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দাবি করে প্রধান উপদেষ্টা বলেন, “পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া জরুরি।” এ সময় তিনি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল গঠনের আহ্বান জানান এবং শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারকে সমর্থন করেন।