
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি সরাসরি আলোচনার জন্য প্রস্তুত আছেন। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি, পুতিনের মস্কোয় এসে বৈঠকের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তবে তিনি বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে কাজাখস্তানের নাম উল্লেখ করেছেন, যা এই যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টায় নতুন সম্ভাবনা তৈরি করেছে।
প্রেসিডেন্ট জেলেনস্কির এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাত নিরসনে আন্তর্জাতিক চাপ বাড়ছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, মস্কোর মাটিতে তিনি বৈঠকে বসবেন না। বরং নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের রাজধানীকে বৈঠকের স্থান হিসেবে বেছে নেওয়ার আগ্রহ দেখিয়েছেন। কাজাখস্তান একইসঙ্গে রাশিয়া ও ইউক্রেন উভয়ের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখে।
জেলেনস্কি এই আলোচনার মাধ্যমে সংঘাতের কূটনৈতিক সমাধান খুঁজে বের করার পক্ষে নিজের অবস্থান আবারও নিশ্চিত করলেন। তবে বৈঠকের স্থান নিয়ে এই শর্তারোপ দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা শুরু করার পথে নতুন একটি কূটনৈতিক জটিলতাও তৈরি করল। এই আলোচনার উদ্যোগ কতদূর এগোয়, সেদিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।