অক্সিজেন ছাড়াই মানাসলু জয় করে ইতিহাস গড়লেন বাংলাদেশি ডা. বাবর আলী

আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ১১:০৫:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ১১:০৫:২১ পূর্বাহ্ন
 

বাংলাদেশি পর্বতারোহী ডা. বাবর আলী নতুন এক ইতিহাস গড়লেন। তিনি পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বত মানাসলু (২৬,৭৮১ ফুট বা ৮,১৬৩ মিটার) শৃঙ্গ জয় করেছেন অতিরিক্ত অক্সিজেন ছাড়াই। এটাই প্রথমবার কোনো বাংলাদেশি পর্বতারোহীর এমন কৃতিত্ব।
 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টা ৪৫ মিনিটে বাবর মানাসলুর শীর্ষে পৌঁছান। তার সঙ্গী ছিলেন দীর্ঘদিনের পর্বতারোহণ সাথী বীরে তামাং। অক্সিজেন ছাড়া শৃঙ্গ জয়কে পর্বতারোহণের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি ধরা হয়। বাবরের এ অর্জন বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।
 

একই দিনে মানাসলু জয় করেন আরেক বাংলাদেশি অভিযাত্রী তানভীর আহমেদ। এর একদিন আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে চূড়ায় পৌঁছান আরেক পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। ফলে টানা তিন দিনে তিন বাংলাদেশি এই প্রাণঘাতী পর্বত জয় করলেন।
 

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর তিন অভিযাত্রী বেসক্যাম্প থেকে যাত্রা শুরু করে ক্যাম্প ২-এ পৌঁছান। অভিযানের আগে কয়েকদিন ধরে তারা বেসক্যাম্প থেকে বিভিন্ন ক্যাম্পে ওঠানামার মাধ্যমে শরীরকে উচ্চতা ও তাপমাত্রার সঙ্গে খাপ খাওয়ান।
 

মানাসলু পশ্চিম-মধ্য নেপালে অবস্থিত হিমালয়ের মানসিরি হিমালের অংশ। এটি উচ্চতায় বিশ্বের অষ্টম হলেও সবচেয়ে প্রাণঘাতী পর্বতগুলোর মধ্যে চতুর্থ।
 

উল্লেখ্য, ডা. বাবর আলী ২০২৪ সালের ১৯ মে পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্ট জয় করে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে সেখানে দেশের পতাকা উত্তোলন করেছিলেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]