মালিক-শ্রমিক দ্বন্দ্বে বন্ধ ঢাকাগামী বাস, চরম ভোগান্তিতে উত্তরের ৩ জেলার যাত্রীরা

আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ১০:১১:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ১০:১১:৫১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। শ্রমিকদের বেতন বাড়ানো নিয়ে দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ হওয়ায় শুক্রবার সকাল থেকেই যাত্রীদের ভোগান্তি শুরু হয়েছে।

শিরোইল বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, শত শত যাত্রী টিকিট কাউন্টারে গন্তব্যে যেতে না পেরে হতাশ হয়ে ফিরছেন। টিকিটের টাকা ফেরত দিলেও দুর্গাপূজা ও ছুটির মৌসুমে পরিবহন সংকট তৈরি হয়েছে।

সূত্র জানায়, মালিক-শ্রমিক বৈঠকে চালকের বেতন ১,২৫০ টাকা থেকে ১,৭৫০ টাকা, সুপারভাইজারের ৫০০ টাকা থেকে ৭৫০ টাকা এবং সহকারীর ৪০০ টাকা থেকে ৭০০ টাকা করার সিদ্ধান্ত হয়। কিন্তু নির্ধারিত তারিখে বাস্তবায়নের আগেই মালিকরা বেশি টাকা দেয়া সম্ভব নয় জানিয়ে হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেন।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, পূর্ব ঘোষণা ছাড়া বাস বন্ধ করে মালিকপক্ষ যাত্রীদের সঙ্গে ছিনিমিনি খেলেছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

তবে মালিকপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। অন্যদিকে একতা ট্রান্সপোর্টের বাসগুলো রাজশাহী-ঢাকা রুটে স্বাভাবিকভাবে চলাচল করছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]