
রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কয়েকজনকে দেশীয় অস্ত্র দিয়ে পেটাচ্ছে একদল লোক। পরে জানা যায়, তারা সবাই বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত শিক্ষার্থী। হামলায় অন্তত ৬ জন আহত হয়েছেন।\
আহতরা অভিযোগ করেন, এর আগে থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন মাধ্যমে তাদের হুমকি দিয়ে আসছিল। এ হামলাও তাদেরই কাজ বলে দাবি করেন জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীরা।
পরে ভোর সাড়ে ৪টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে আশ্বাস দেন, হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করা হবে।