
জনপ্রিয় রাইড-শেয়ারিং কোম্পানি উবার (Uber) তাদের উবার ইটস (Uber Eats) ফুড ডেলিভারি সার্ভিসের জন্য ইসরাইলি ড্রোন কোম্পানি ফ্লাইট্রেক্স (FlyTrex)-এর সাথে মাল্টি-মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে উবার ইটস খুব শিগগিরই আমেরিকার বিভিন্ন শহরে ড্রোন ব্যবহার করে খাবার ডেলিভারি শুরু করার পরিকল্পনা নিয়েছে। তবে এই ঘোষণার পরপরই বিশ্বজুড়ে মুসলিম কমিউনিটির পক্ষ থেকে উবারকে বয়কটের ডাক দেওয়া হয়েছে।
মূলত রাইড শেয়ারিংয়ের জন্য পরিচিত হলেও, উবার ইটস-এর মাধ্যমে খাদ্য সরবরাহ খাতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে ড্রোন প্রযুক্তির ব্যবহার শুরু করছে প্রতিষ্ঠানটি। চুক্তিবদ্ধ ইসরাইলি কোম্পানি ফ্লাইট্রেক্স তেল আবিব-ভিত্তিক এবং ২০১৩ সালে কার্যক্রম শুরুর পর তারা এখন পর্যন্ত ২ লাখের বেশি পার্সেল সফলভাবে ডেলিভারি করেছে। নতুন চুক্তির আওতায়, এই ইসরাইলি প্রযুক্তির সহায়তায় উবার তাদের ডেলিভারি প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করতে চায়।
মূলত রাইড শেয়ারিংয়ের জন্য পরিচিত হলেও, উবার ইটস-এর মাধ্যমে খাদ্য সরবরাহ খাতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে ড্রোন প্রযুক্তির ব্যবহার শুরু করছে প্রতিষ্ঠানটি। চুক্তিবদ্ধ ইসরাইলি কোম্পানি ফ্লাইট্রেক্স তেল আবিব-ভিত্তিক এবং ২০১৩ সালে কার্যক্রম শুরুর পর তারা এখন পর্যন্ত ২ লাখের বেশি পার্সেল সফলভাবে ডেলিভারি করেছে। নতুন চুক্তির আওতায়, এই ইসরাইলি প্রযুক্তির সহায়তায় উবার তাদের ডেলিভারি প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করতে চায়।
এই চুক্তির খবর প্রকাশিত হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে মুসলিম কমিউনিটি উবার-কে বয়কট করার আহ্বান জানাতে শুরু করেছে। ইসরাইলি কোম্পানির সাথে এই ব্যবসায়িক সম্পর্ককে কেন্দ্র করে বিতর্ক তৈরি হওয়ায়, কোম্পানিটি বিশ্বব্যাপী গ্রাহক অসন্তোষের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।