
ইয়েমেনের রাজধানী সানায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) একাধিক স্থানে চালানো এ হামলায় অন্তত ৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ডজনেরও বেশি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয়। লক্ষ্যবস্তু ছিল হুতির কমান্ড হেডকোয়ার্টারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। তবে হুতি গোষ্ঠীর দাবি, হামলাগুলো মূলত আবাসিক এলাকায় চালানো হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকে থাকতে পারে। উদ্ধারকাজ চলছে।
এর আগে বুধবার (২৪ সেপ্টেম্বর) ইসরায়েলের ইলাত শহরে ড্রোন হামলার দায় স্বীকার করে হুতি। ওই হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি আহত হয়।