
সাভারে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে সহ-সভাপতি (ভিপি) পদে ৬৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ১ হাজার ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. রায়হান খান।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের মোট ১৯টি কেন্দ্রে। নির্বাচন কমিশনের হিসাবে প্রায় ৭৫ শতাংশ শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেন। নির্ধারিত সময় শেষে কেবল লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাই ভোট দিতে পেরেছেন।
নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে সামিউল হাসান শোভন (১,৪০০ ভোট), দপ্তর সম্পাদক পদে শারমিন আক্তার (১,১০৮ ভোট) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. জান্নাতুল ফেরদৌস (১,৮৭৬ ভোট) নির্বাচিত হয়েছেন। সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মনোয়ার হোসেন অন্তর (১,১৪৯ ভোট)। এছাড়া কোষাধ্যক্ষ পদে খন্দকার আব্দুর রহিম (১,৪৫০ ভোট), ক্রীড়া সম্পাদক পদে ফয়সাল আহমেদ (১,৪৭৭ ভোট) এবং সহ-ক্রীড়া সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোহান (১,৩০৭ ভোট) নির্বাচিত হন। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সর্বোচ্চ ২,৩৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. মারুফ এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লীশা চাকমা (২,১৯৫ ভোট)।
অনুষদভিত্তিক প্রতিনিধিদের মধ্যে কৃষি অনুষদে মহিউল আলম দোলন, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদে মো. হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে মো. ইমদাদুল হক মিলন নির্বাচিত হয়েছেন। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের কয়েকটি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূরণ হয়।
এবারের নির্বাচনে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৪ জন, এজিএস পদে ৩ জনসহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও প্রতিযোগিতা ছিল তীব্র।