গাজায় ফিলিস্তিনি স্নাইপারের গুলিতে ইসরাইলি সেনা নিহত

আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ১২:২৯:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ১২:২৯:৩৬ পূর্বাহ্ন

গাজা উপত্যকায় ফিলিস্তিনি এক স্নাইপারের গুলিতে ইসরাইলের নাহাল ব্রিগেডের এক সেনা নিহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংঘর্ষ চলাকালে এ ঘটনা ঘটে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি ইসরাইলি গণমাধ্যমের বরাতে জানিয়েছে।
 

ইসরাইলি সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে বলা হয়, গাজার কাছাকাছি একটি সেনা ছাউনির গার্ড পোস্টে দায়িত্ব পালনের সময় ওই সৈন্য গুলিবিদ্ধ হন। নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট চালাচেউ শিমন ডেমালাশ (২১), যিনি নাহাল ব্রিগেডের ৯৩২তম ব্যাটালিয়নের সদস্য এবং দক্ষিণ ইসরাইলের নেগেভ মরুভূমির বেয়ারশেবা শহরের বাসিন্দা।
 

এর আগে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড দাবি করে, তাদের যোদ্ধারা দক্ষিণ গাজার তেল আল-হাওয়া এলাকায় ইয়াসিন-১০৫ অ্যান্টি-আর্মর ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলি মেরকাভা যুদ্ধ ট্যাঙ্কে আঘাত হেনেছে। হামাসের দাবি, এই আক্রমণে ট্যাঙ্কের ক্রুদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে।
 

ইসরাইলি বাহিনী জানিয়েছে, গাজায় দুই সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করার একদিন পরই এই ঘটনা ঘটল। গাজা শহরে হামাসের এক অতর্কিত হামলায় গুরুতর আহত হয়ে আরও এক সেনার মৃত্যু হয়েছে বলেও তারা জানিয়েছে।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]