
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ঝুট ব্যবসায়ীর গোডাউন থেকে প্রায় এক টন সরকারি পাঠ্যবই জব্দ করেছে পুলিশ। বইগুলো ২০২৫ শিক্ষাবর্ষের জন্য বরাদ্দ ছিল এবং বিনামূল্যে বিতরণের উদ্দেশ্যে সংরক্ষিত হওয়ার কথা থাকলেও এগুলো পাওয়া যায় গোডাউনে।
পুলিশ জানায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার যাত্রামুড়া এলাকায় সোহেল আরমান শফিক নামের এক ব্যবসায়ীর গোডাউনে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ সরকারি বই মজুত অবস্থায় পাওয়া যায়। পুলিশ উপস্থিত হলে গোডাউনে থাকা লোকজন পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত বইগুলো থানায় নেওয়া হয়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের অভিযোগের পর অভিযান পরিচালনা করা হয় এবং প্রায় এক হাজার কেজি বই উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বইগুলো কোথা থেকে আনা হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত চলছে।
ওসি আরও জানান, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ইতিমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে।