সাজেক ভ্রমণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নিয়ন মাহমুদের

আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১০:৫২:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১০:৫২:৩০ পূর্বাহ্ন
 

বন্ধুদের সঙ্গে সাজেক ভ্যালি ঘুরে বাড়ি ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় নিয়ন মাহমুদ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে পদুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত নিয়ন মাহমুদ শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সাবেক কমিশনার মতিউর রহমান আকনের ছেলে। তিনি ভ্রমণে একটি ইয়ামাহা মোটরসাইকেল ব্যবহার করছিলেন।
 

স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ন ও তার এক বন্ধু সাজেক থেকে মোটরসাইকেলে ফিরছিলেন। ফেরার পথে পদুয়া এলাকায় দুর্ঘটনায় নিয়ন গুরুতর আহত হন। বিকেল ৪টার দিকে তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছিল।
 

মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন শামীম হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে নিয়নের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়নের মোটরসাইকেল দুর্ঘটনার পর অন্য একটি গাড়ির চাপে তার মাথায় মারাত্মক আঘাত লাগে। পরিবারের সদস্যরা আসার পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
 

এদিকে, নিয়নের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]