তিন জাতীয় নির্বাচনের অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০৭:৩৯:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০৭:৩৯:৩১ পূর্বাহ্ন
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উত্থাপিত অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে এই কমিটির সভাপতি করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তিনটি নির্বাচন নিয়ে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে। অভিযোগ রয়েছে যে নানা কৌশলে ভোটাধিকার লঙ্ঘন করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে জোর করে নির্বাচিত করা হয়েছিল। এর ফলে দেশের গণতন্ত্র, আইনের শাসন ও মৌলিক মানবাধিকার হুমকির মুখে পড়েছে।
 
এই প্রেক্ষাপটে, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভবিষ্যৎ করণীয় নির্ধারণে নির্বাচনগুলোতে সংঘটিত অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত করতে এ কমিটি গঠন করেছে।
 
কমিটির অন্য সদস্যরা হলেন:
 
সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণ
 
জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন
 
নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আব্দুল আলীম
 
 
এই কমিটিকে নির্বাচনী অনিয়মের তদন্ত ছাড়াও ভবিষ্যতে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সুপারিশ পেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]