বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের

আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১০:৪০:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১০:৪০:১০ পূর্বাহ্ন
 

বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলোকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র–বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান।
 

‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এই বৈঠকের আয়োজন করে ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি)। অনুষ্ঠানে মেটলাইফ, শেভরন ও এক্সেলেরেটসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শীর্ষ কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন।
 

পরে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ইউনূস বাংলাদেশে ব্যবসায়বান্ধব পরিবেশ ও চলমান সংস্কারের সুযোগ কাজে লাগিয়ে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এ সময় যুক্তরাষ্ট্র সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা বাংলাদেশের ছয়জন রাজনীতিককে মার্কিন ব্যবসায়ী নেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে সোমবার নিউইয়র্কে পৌঁছান অধ্যাপক ইউনূস। সফর শেষে আগামী ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]