নিউইয়র্কে ম্যাক্রোঁ–পেজেশকিয়ান বৈঠক: পারমাণবিক চুক্তি নিয়ে আশাবাদ ফ্রান্সের

আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১০:২৯:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১০:২৯:০১ পূর্বাহ্ন
 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাইডলাইনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) হওয়া এই আলোচনার পর ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির পুনরুজ্জীবন এখনো সম্ভব।
 

ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে এটিই ছিল নিউইয়র্কে উপস্থিত অন্যান্য দেশের নেতাদের মধ্যে পেজেশকিয়ানের প্রথম বৈঠক। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)–এর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখা এবং বিতর্কিত ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ আলোচনার মূল বিষয় ছিল।
 

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ম্যাক্রোঁ জানান, ইউরোপের পক্ষ থেকে আইএইএ–কে ঘিরে ইরানের প্রতি উদ্বেগ ও শর্তগুলো পুনর্ব্যক্ত করা হয়েছে। তিনি লেখেন, “একটি চুক্তি এখনো সম্ভব। হাতে কেবল কয়েক ঘণ্টা সময় আছে। আমরা যে বৈধ শর্তগুলো দিয়েছি, তার জবাব দেওয়া এখন ইরানের ওপর নির্ভর করছে।”
 

বিশ্লেষকদের মতে, এ বৈঠক পরমাণু কর্মসূচি নিয়ে স্থবির আলোচনাকে এগিয়ে নেওয়ার নতুন সুযোগ তৈরি করতে পারে। তবে চুক্তি কার্যকর হবে কিনা, তা নির্ভর করছে ইরানের অবস্থান ও আন্তর্জাতিক শর্ত মানার ওপর।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]