
সিরিয়া ও ইসরাইলের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমানোর লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে বলে জানিয়েছেন একজন জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত টম ব্যারাক জানান, প্রস্তাবিত এই চুক্তিতে ইসরাইল আক্রমণ বন্ধ করবে এবং সিরিয়া ইসরাইলি সীমান্তের কাছ থেকে ভারী সরঞ্জাম বা যন্ত্রপাতি সরিয়ে নেবে না—এমন শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।
ব্যারাক বলেন, এ উদ্যোগ দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সম্ভাব্য নিরাপত্তা সমঝোতার প্রথম ধাপ হতে পারে। বেশ কয়েক মাস ধরে সিরিয়া ও ইসরাইল এই ইস্যুতে আলোচনা চালিয়ে যাচ্ছে। দামেস্কের আশা, একটি কার্যকর সমঝোতা ইসরাইলি বিমান হামলা বন্ধের পাশাপাশি দক্ষিণ সিরিয়ায় ইসরাইলি সেনাদের প্রত্যাহার নিশ্চিত করবে।
মার্কিন বিশেষ দূত জানান, ওয়াশিংটন উভয় পক্ষকে সমঝোতায় পৌঁছাতে সহায়তা করছে। যদিও এই সপ্তাহে কোনো ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হলেও, এখনো পর্যাপ্ত অগ্রগতি হয়নি। তার মতে, “সবাই আন্তরিকভাবে চুক্তির বিষয়ে চিন্তা করছে।”
ইসরাইল ও সিরিয়া কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র হিসেবে রয়েছে। আঞ্চলিক বিরোধ ও পারস্পরিক অবিশ্বাসের কারণে সম্পর্কের উন্নতি হয়নি। সিরিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও ইসরাইল বারবার দেশটির সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। সিরিয়ার তথ্যমতে, সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইল এক হাজারের বেশি বিমান হামলা ও শত শত স্থল আক্রমণ পরিচালনা করেছে।