যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বাংলাদেশ নির্বাচন বিষয়ে অবহিত করলেন ড. মুহাম্মদ ইউনূস

আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১২:০০:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১২:০০:১৭ পূর্বাহ্ন

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা বুধবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। প্রেস মিনিস্টারের ভাষ্যে, প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া, চলমান সংস্কার ও নির্বাচন আয়োজন সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। এসময় প্রধান উপদেষ্টা তাঁকে ঢাকায় সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
 

সংবর্ধনামূলক আয়োজনে ড. ইউনূস শুধু মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই নন, বরং আরও কয়েকজন প্রভাবশালী বিশ্বনেতার সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিতদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এছাড়া অনুষ্ঠানে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও দক্ষিণ ও মধ্যএশিয়াবিষয়ক বিশেষ দূত সের্জিও গরের সঙ্গে বৈঠক করেন।
 

এ আলোচনাগুলোকে বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রক্রিয়া আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব পাচ্ছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। বিশেষ করে প্রধান উপদেষ্টার বিশ্বনেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক দেশের রাজনৈতিক ভবিষ্যৎ বিষয়ে বৈশ্বিক দৃষ্টি আকর্ষণ করেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]