প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাংলাদেশ সফরের আমন্ত্রণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে

আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ১১:৫০:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ১১:৫০:৫৪ অপরাহ্ন
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই আমন্ত্রণ জানান। এ সময় ড. ইউনূস ট্রাম্পকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের অনুরোধ করেন।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউ ইয়র্কে অবস্থানকালে ড. ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে তিনি ট্রাম্প ছাড়াও স্পেনের রাজা ফেলিপ ষষ্ঠ, জাপানের প্রধানমন্ত্রী সিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেসহ বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে কুশল বিনিময় করেন।
এছাড়াও, সংবর্ধনা অনুষ্ঠানে ড. ইউনূস মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গেও বৈঠক করেন। এই আমন্ত্রণকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]