ঢাবি শিক্ষার্থীদের জন্য নিয়মিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্প চালু করছে ডাকসু

আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ১১:৪৪:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ১১:৪৪:২৭ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাসিক ‘মেডিকেল সিরিজ ক্যাম্প’ চালু করছে। আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) জগন্নাথ হল ও শামসুন্নাহার হলে প্রথম ক্যাম্পের আয়োজনের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হবে। এখানে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পাবেন।
 

ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, এ কার্যক্রমে বিশেষ করে মেডিসিন, গাইনোকোলজি ও চর্মরোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের সেবা দেবেন। প্রেসক্রিপশন অনুযায়ী নির্দিষ্ট ডোজের ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হবে। তবে সুবিধাটি কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহযোগিতা করছে ইবনে সিনা ট্রাস্ট।
 

ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ বলেন, শিক্ষার্থীদের সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত আয়োজন হিসেবে ক্যাম্প প্রতি মাসে অনুষ্ঠিত হবে, যাতে শিক্ষার্থীরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পেয়ে সুস্থ বিশ্ববিদ্যালয় জীবন কাটাতে পারেন। ডাকসুর ভিপি সাদিক কায়েম জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ধারাবাহিক আয়োজন করা হবে, যা ভবিষ্যতে একটি কার্যকর স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]