আন্তর্জাতিক জলসীমায় গাজাগামী ফ্লোটিলায় ড্রোন হামলা, বাড়ছে উত্তেজনা

আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ১১:৩৫:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ১১:৩৫:৪৯ অপরাহ্ন
ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জাহাজ বহরে একাধিক ড্রোন হামলার অভিযোগ উঠেছে। ফ্লোটিলার সদস্যরা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ইসরায়েলি ড্রোন থেকে ধারাবাহিক আক্রমণ চালানো হচ্ছে। এখন পর্যন্ত অন্তত ১২টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে।
 
আন্দোলনকারীরা দাবি করছেন, জাহাজগুলোর পাল, রাডারসহ নেভিগেশন সিস্টেমকে লক্ষ্য করে আক্রমণ হচ্ছে। এই অবস্থায় জাহাজগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং যাত্রা বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। ঘটনাটি ঘটছে আন্তর্জাতিক জলসীমায়, যেখানে বেসামরিক মানবিক সহায়তা বহনকারী জাহাজগুলোর ওপর হামলা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সম্পর্ককে নতুন করে প্রশ্নবিদ্ধ করছে।
 
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মূলত গাজার নৌ অবরোধ ভেঙে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক ফ্লোটিলা মিশন গাজায় সহায়তা পৌঁছানোর চেষ্টা করলে ইসরায়েলের বাধার মুখে পড়েছিল। তবে এ ধরনের আক্রমণ আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]